বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৫:৪২ অপরাহ্ন
উপল বড়ুয়ার কবিতা
শরতে
তারপর বলো, কী চমৎকার শরৎকাল এলো
শুক্রবার বটে আজ, নগরে হয়তো একটু বেশি
ডাকবে যাবতীয় পাখি। এমনকি বাতাস ঢের
খুশি মনে বয়ে যাবে প্রতিটি নিঃসঙ্গ জানলায়।
কী চমৎকার শরৎকাল এসেছে এবার! শোনাও
ওসব গল্প। দুপুরের খাবারে পারলে রাখিও
কাশফুলের ভর্তা; জার ভর্তি আমড়ার আচার।
এসব চমৎকার শরতে শিকারে যাওয়া ভালো
নিদেনপক্ষে ঘুরতে গেলে বন্দুকটা সঙ্গে নিও।
ছুটি
তোমাদের ছুটি, তোমরা চলেছো পাহাড়ে
নদী পাড়ে বসে ভাঙছো ঢেউ; প্রেমিকের
বাহুতে হাত গলিয়ে ভাবছো প্রকৃতির কথা
সমুদ্র আর সূর্যাস্তের তলে এই হিম সন্ধ্যায়
জীবনবোধ ধেয়ে আসছে তোমাদের দিকে।
আমার ছুটি নেই; যাওয়া হচ্ছে না কোথাও
অরণ্যে ফেলা হচ্ছে না তাঁবু আগের মতোন।
এক–দুই
একের অধিক আধিক্যতা, একের অধিক একা
একের পাশে শূন্য বসলে ভাঙে নীরবতা।
দুইকে ভাঙলে ছাড়াছাড়ি, এক-কে ভাঙলে কত?
এসব প্রশ্ন কানের কাছে গোঙায় অবিরত।
একা আমি—একা তুমি, হঠাৎ হলাম দুই
যৌগিক হওয়ার আনন্দতে তোমায় দিলাম ছুঁই
সেই ছোঁয়াতে ফুল ফুটিল, কাক ডাকিল কা-কা
দুই-ও একদিন দেখতে পেলো মানুষ বড় একা।