লেখা জমা দেয়ার নিয়ম
১. ইউনিকোড-ভিত্তিক ১২ পয়েন্ট মাপের হরফ ব্যবহার করে লেখার *.doc বা *.docx নথি বৈডাকযোগে মানে email পাঠান। [email protected] এই ঠিকানায় লেখা পাঠাতে হবে।
২. বৈডাকের বিষয়-শিরোনামে বা ইমেইল সাব্জেক্টে লেখার ধরন বা ক্যাটেগরির উল্লেখ বাঞ্ছনীয়।
৩. পত্রিকা বা ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত লেখা পাঠানো থেকে বিরত থাকুন। তবে ফেইসবুক কিংবা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত লেখা পাঠাতে পারেন।
৪. কবিতা সর্বোচ্চ ৫টি পাঠানো যাবে।
৫. কোনো লেখার জন্য শব্দসংখ্যা নির্দিষ্ট নয়।
৬. অশুদ্ধ বানান ও অস্পষ্ট বাক্যগঠন যথাসম্ভব পরিহার করুন।
৭. কোন লেখা যদি সম্পাদকমণ্ডলী মনে করেন লেখার পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা দরকার তাহলে তা করতে লেখককে অনুরোধ করতে পারেন।
৮. ব্যক্তিগত, সাম্প্রদায়িক বা লৈঙ্গিক বিদ্বেষভাবাপন্ন লেখা প্রকাশ করা হবে না।
৯. লেখার স্বত্ব লেখক সংরক্ষণ করেন। তাই লেখক নিজের লেখা পরবর্তী কালে অন্যত্র প্রকাশ করতে চাইলে প্র্যাক্সিস আপত্তি করবে না। তবে সেক্ষেত্রে “পূর্বে প্র্যাক্সিসে প্রকাশিত” উল্লেখের অনুরোধ রইলো।
২. বৈডাকের বিষয়-শিরোনামে বা ইমেইল সাব্জেক্টে লেখার ধরন বা ক্যাটেগরির উল্লেখ বাঞ্ছনীয়।
৩. পত্রিকা বা ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত লেখা পাঠানো থেকে বিরত থাকুন। তবে ফেইসবুক কিংবা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত লেখা পাঠাতে পারেন।
৪. কবিতা সর্বোচ্চ ৫টি পাঠানো যাবে।
৫. কোনো লেখার জন্য শব্দসংখ্যা নির্দিষ্ট নয়।
৬. অশুদ্ধ বানান ও অস্পষ্ট বাক্যগঠন যথাসম্ভব পরিহার করুন।
৭. কোন লেখা যদি সম্পাদকমণ্ডলী মনে করেন লেখার পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা দরকার তাহলে তা করতে লেখককে অনুরোধ করতে পারেন।
৮. ব্যক্তিগত, সাম্প্রদায়িক বা লৈঙ্গিক বিদ্বেষভাবাপন্ন লেখা প্রকাশ করা হবে না।
৯. লেখার স্বত্ব লেখক সংরক্ষণ করেন। তাই লেখক নিজের লেখা পরবর্তী কালে অন্যত্র প্রকাশ করতে চাইলে প্র্যাক্সিস আপত্তি করবে না। তবে সেক্ষেত্রে “পূর্বে প্র্যাক্সিসে প্রকাশিত” উল্লেখের অনুরোধ রইলো।