শ্রাবণ সৌরভ
কবি; জীবনকে পাশের আসনে বসিয়ে মুখোমুখি গল্প করেন কবিতার সাথে। জীবন মেনে নিয়েছে শ্রাবণ সৌরভের স্পর্ধা, এখন তিনি কবিতার ভেতর যাপন করছেন অনন্য অসুখ, বৃশ্চিক রাশির অন্তরালে বেড়ে ওঠা শিল্পিত ক্যানসার। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'শঙ্খবলয়'। জন্ম : ৪ নভেম্বর ১৯৮৭, মিরপুর,ঢাকা। পড়াশোনা : স্নাতক ও স্নাতকোত্তর, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।