শুভ্রনীল সাগর
শুভ্রনীল সাগরের জন্ম ১৯৮৮ সালের ১৮ মে, বাংলাদেশের খুলনায়। কলেজ জীবন থেকেই কবিতা ও অন্যান্য সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছোটকাগজ (স্পর্ধা ও সতীর্থ) সম্পাদনা করেছেন। লেখালেখিই পরবর্তীতে পেশা হিসেবে সাংবাদিকতার দিকে নিয়ে যায়। কাজ করেছেন দেশের প্রথমসারির গণমাধ্যমগুলোতে। দীর্ঘবছর সাংবাদিকতা করতে করতেই আকৃষ্ট হন ফোটোগ্রাফির প্রতি। ভারতের ওসমানিয়া ইউনিভার্সিটি (হায়দ্রাবাদ) থেকে ফটোগ্রাফিতে স্নাতক। পেশাগত জীবনে বর্তমানে একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন। কবিতা ও ফোটোগ্রাফি ছাড়াও তার আগ্রহের বিষয় দর্শন ও মনোবিজ্ঞান নিয়ে উৎসুক ঘাঁটাঘাঁটি। ভালোবাসেন শাস্ত্রীয় সঙ্গীত, চলচ্চিত্র ও ট্রেকিং।