পিয়াস মজিদ
জন্ম- ২১ ডিসেম্বর, ১৯৮৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ইতিহাস বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর পিয়াস বর্তমানে বাংলা একাডেমি, ঢাকা-এর জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।মূলত কবিতা লিখেন। পাশাপাশি গল্প ও প্রাবন্ধিক গদ্য, সম্পাদনাকর্মেও সমান স্বচ্ছন্দ। উল্লেখযোগ্য কবিতার বই: মারবেল ফলের মওসুম, প্রেমপিয়ানো, নিঝুম মল্লার, মুহূর্মূহু মিউ মিউ, মির্জা গালিব স্ট্রিট। 'এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার', 'সমকাল-ব্র্যাক ব্যাংক পুরস্কার', 'সিটি আনন্দ আলো পুরস্কার', 'দাঁড়াবার জায়গা পুরস্কার, কলকাতা', 'আদম লিটলম্যাগ তরুণ কবি সম্মাননা, কলকাতা'য় ভূষিত।