মেঘ অদিতি
মেঘ অদিতি জন্ম: ৪ মে, জামালপুর, বাংলাদেশ লেখালিখির জগতে আসেন ২০০৭ সালে। মূলত কবিতা লেখেন। পাশাপাশি গদ্য এবং গল্প। এছাড়া অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসেন। এ পর্যন্ত প্রকাশিত কবিতা ও গল্পের বই সংখ্যা সাত। বর্তমানে ঐহিক বাংলাদেশ নামক সংগঠনের সংগঠক হিসেবে কাজ করছেন এবং ঐহিক বাংলাদেশ নামক ছোট কাগজের সম্পাদনা করছেন।