দিলওয়ার হাসান
দিলওয়ার হাসানের জন্ম মানিকগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর লাভ করেছেন। ১৯৮১ সালে দৈনিক সংবাদের সহ- সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পর একাধিক আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে শুধু লেখালিখিতে ব্যাপৃত কথাসাহিত্য ও অনুবাদকর্মে নিবিষ্ট থাকলেও জীবনের বিচিত্র বিভঙ্গের প্রতি আগ্রহ সর্বদা তাকে ব্যস্ত ও বিহ্বল রাখে। উল্লেখযোগ্য গ্রন্থ : ছোটগল্প - ওস্তাদ নাজাকাত আলি কর্নেলকে একটা চিঠি লিখেছিলেন (ঐতিহ্য), সরলা এরেন্দিরা ও ডানাকাটা পরি ( কথাপ্রকাশ), জনাকীর্ণ গুলিস্তানে জাদুবাস্তবতার মহলা ( বেহুলা বাংলা)। অনুবাদ - আইজ্যাক সিঙ্গারের ছোটগল্প ( সংহতি প্রকাশন), হারুকি মুরাকামির শ্রেষ্ঠগল্প (মাওলা ব্রাদার্স), রোবেরতো বোলানিওর পৃথিবীতে শেষ সন্ধ্যা ও অন্যান্য গল্প (সংহতি প্রকাশন), উমবেরতো একোর তিন নভোচারী ( প্রকৃতি পরিচয়) এবং লাতিন আমেরিকার গল্প - ঘুম আর জাগরণের মাঝে (বাতিঘর)।