অয়ন আয়শ
অয়ন আয়শ. জন্মেছেন ও বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। লেখালেখির শুরু ছোট গল্প আর অনুবাদ দিয়ে। অনুবাদ করতে গিয়ে পরিচয় ঘটে পাবলো নেরুদা এবং ভিজর যিতির (Visar Zithi) সাথে। যাদের প্রভাবে তাঁর কবিতায় সমসাময়িক রাজনীতির প্রভাব পরিলক্ষিত হয়। এখনো কোন বই প্রকাশিত হয় নি। দীর্ঘদিন লেখার জগতের বাইরে ছিল নিজের অসম্পূর্ণ কাজগুলো সম্পাদনা করার জন্য। বর্তমানে প্রকাশের অপেক্ষায় আছে কবিতার বই "শব্দ সংকটে নৈঃশব্দ্য", এবং ছোট গল্প সংখ্যা "যাপিত জীবনের গল্প"।