মৃন্ময় চক্রবর্তী
মৃন্ময় চক্রবর্তী : জন্ম- ১৯৭৬, দক্ষিণ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন চারুচন্দ্র কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। প্রকাশিত কাব্যগ্রন্থ : বেঁচে থাকার স্বপ্নগুলি ( ২০০৪), এই মৃগয়া এই মানচিত্র ( ২০০৮)। পাঁচালি কাব্য: ভুখা মানুষের পাঁচালি ( ২০০৯), ছিন্নপদগ্রাম (২০১৮), পুতুলগুলো পোড়ামাটির (২০১৯)। পুরস্কার : এপার ওপার সাহিত্য সম্মান ২০১৮।