মোয়াজ্জেম আজিম
মোয়াজ্জেম আজিম নাটক দিয়ে লেখালিখি শুরু করলেও মূলত তিনি গল্পই লেখেন। তাঁর প্রথম গল্পগ্রন্থ “বালুনদী ও গরুরহাটের গল্প” প্রকাশতি হয়েছিল ২০১৩ সালে লেটারপ্রেস ঢাকা থেকে। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজলোর বলিয়ারদী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ১৯৭১ সালে। ফাইনান্স প্রফেশনাল এই লেখক র্বতমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।